কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (ভি,টি,টি,আই)

মশিউর রহমান (বগুড়া লাইভ)

ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (ভি,টি,টি,আই)

বগুড়ার কলোনী এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত ৷
ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট প্রধানত টেকনিক্যাল শিক্ষকদের প্রশিক্ষনের প্রতিষ্ঠান হলেও, ২০১৬ সাল থেকে এটাকে একটি পুর্নাঙ্গ পলিটেকনিকে রুপান্তরিত করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)
বর্তমানে প্রতিষ্ঠানটিতে সর্বমোট ৬ টি ডিপার্টমেন্ট এ ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয় প্রতিবছর ৷

যে সকল ডিপার্টমেন্ট বিদ্যমানঃ
১৷ মেকানিক্যাল টেকনোলজী ৷
২৷ কম্পিউটার টেকনোলজী ৷
৩৷ অটোমোবাইল টেকনোলজী ৷
৪৷ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজী ৷
৫৷ ইলেকট্রিক্যাল টেকনোলজী ৷
৬৷ ইলেকট্রনিক্স টেকনোলজী ৷

Back to top button