নন্দীগ্রাম উপজেলা

নন্দীগ্রামের ঈদ বাজার এখনও জমে ওঠেনি

বগুড়ার নন্দীগ্রামে ঈদকে সামনে রেখে পণ্য পসরা সাজিয়ে রেখেছে নন্দীগ্রামের বিভিন্ন মার্কেটের দোকানিরা। তবে দোকানগুলোতে কেনাকাটা নেই বল্লেই চলে।

বুধবার নন্দীগ্রামের খন্দকার প্লাজা, নিউ মার্কেট, জনতা মার্কেট, জেড ইসলাম সুপার মার্কেট ও বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর দোকানগুলোতে এমনি চিএ দেখা যায়। ঈদকে সামনে রেখে বিভিন্ন দেশি-বিদেশি পোশাকের কালেকশন করেছে নন্দীগ্রামের দোকানিরা। রমজানের ১৩ দিন অতিবাহিত হওয়ার পরেও ক্রেতাদের ভীড় চোখে পরছে না দোকানগুলোতে। বিক্রেতাদের প্রত্যাশা কয়েক দিন পর জমে উঠবে তাদের মূল বেচাকেনা। তবে ভীড় এড়াতে বা কম দামে পণ্য কিনতে অনেকেই এখন থেকেই শুরু করেছেন তাদের ঈদের কেনাকাটা।

নন্দীগ্রামের খন্দকার প্লাজার (২য় তলার) রংধনু ফ্যাশন এর মালিক লিটন বিশ্বাস জানান, আমাদের ঈদের বেচাকেনা এখনো শুরু হয়নি তবে আশা করছি ১৫-১৬ রোজার পর থেকে হয়তো একটু বেচাকেনা বাড়বে।

এখন মোটামুটি বেচাকনা হচ্ছে। এবার ঈদকে ঘিরে কোনো নতুন পোশাক এসেছে কিনা এবং তার দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, এবার ছোটদের কাবির প্যন্ট, বড় ছেলেদের রেসথ্রি প্যন্ট, টিডিইউসহ বেশ কিছু নতুন পোশাক এসেছে। আর দামও হাতের নাগালে।

এছাড়া নিউ মার্কেট, হক সুপার মার্কেট, শুভ প্লাজাসহ নন্দীগ্রামের সুনামধন্য মার্কেট গুলোর চিএ একই রকম দেখা গেছে। তবে অল্প কয়েকদিনের মধ্যেই ক্রেতাদের পদচারনায় মুখরিত হবে মার্কেট গুলো এমনটাই প্রত্যাশা সব দোকানিদের।

 

এই বিভাগের অন্য খবর

Back to top button