জাতীয়বগুড়া সদর উপজেলা

বগুড়া সহ সারাদেশে যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেবী’

বগুড়ায় শুক্রবার থেকে সোনিয়া এবং মম ইন সহ দেশের ২৯ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেবী’ সিনেমা

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের প্রথম সৃষ্টি ‘দেবী’ বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায়। আর তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। আগামী শুক্রবার (১৯ অক্টোবর) সারাদেশে মুক্তি পাচ্ছে ”দেবী’ ছবিটি।

রাজধানীর যেসব সিনেমা হলে ‘দেবী’ মুক্তি পাবে সেগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, চিত্রামহল, পুনম।
ঢাকার বাইরে ‘দেবী’ মুক্তি পাবে সেনা (সাভার), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা),নিউ মেট্রো ( নারায়ঙ্গঞ্জ), চম্পাকলি (তঙ্গি), বর্ষা (জয়দেবপুর), আলমাস ( চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), লিবার্টি (খুলনা), মনিহার (যশর), শংখ (খুলনা), মর্ডান (দিনাজপুর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মানসী (কিশোরগঞ্জ), সোনিয়া (বগুড়া), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), সত্যবতী (শেরপুর)।

সরকারী অনুদান ও জয়া আহসান প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’ ছবিতে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘আয়নাবাজি’ ছবির চিত্রনাট্য করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অনম বিশ্বাস ‘দেবী’ দিয়েই প্রথমবার সিনেমা নির্মাণ করলেন।

‘দেবী’তে থাকছে চারটি গান। মনপুরা, স্বপ্নজালসহ একাধিক ছবির সফল চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ‘দেবী’র চিত্রগ্রহণের কাজ করেছেন। ‘দেবী’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। নভেম্বর মাসে অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘দেবী’। গেল ৩ অক্টোবর দেবী আনকাট সেন্সর পায়। ছবিটি দেখে সেন্সর সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button