বগুড়া সদর উপজেলা

বগুড়া সদরের কৈচড় বাজারে দেড় মণের মিষ্টি কুমড়া



বগুড়া সদরের কৈচড় বাজারে দেড় মণ ওজনের একটি মিষ্টি কুমড়া বিক্রির জন্য এনেছেন এক ব্যবসায়ী। কুমড়াটির দাম হাকা হচ্ছে ৩০ হাজার টাকা। বিশাল আকৃতির এই কুমড়া দেখতে উৎসুক মানুষের ভিড়।


বগুড়া সদরের ১নং ফাঁপোড় ইউনিয়নের চান্দাই গ্রামের কাচামাল ব্যবসায়ী এনামুল হক রাজু এই বিশাল আকৃতির কুমড়াটি বরিশাল থেকে ১৫ হাজার টাকায় কিনে এনেছেন। তিনি জানিয়েছেন, নিজ এলাকায় এর বীজ ছড়িয়ে দিয়ে এ জাতের কুমড়া উৎপাদন করবেন। তিনি বলেন, কুমড়াটিতে আনুমানিক ২৫০-৩০০ বীজ থাকতে পারে। ১০০ টাকা পিছ হিসেবে আনুমানিক ৩০ হাজার টাকা বিক্রি করতে পারবো।


তবে আগ্রহীদের এ বীজ সংগ্রহ করতে আরো ৩/৪ দিন অপেক্ষা করতে হবে। কারণ হিসেবে তিনি জানান, বিভিন্ন এলাকায় প্রদশর্নী করে বীজ বিক্রি করবেন তিনি।

খালিদ হাসান

এই বিভাগের অন্য খবর

Back to top button