বগুড়া লাইভ - আপডেট

বগুড়ায় সাবগ্রামে টিএমএসএস‘র মাঠ কর্মীকে ছুরিকাঘাত ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩



বগুড়ার সাবগ্রামে সোমবার টিএমএসএস’র মাঠ কর্মীকে ছুরিকাঘাত ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সাবগ্রাম চাঁন্দপাড়ার মৃত সামাদ ফকিরের ছেলে মোঃ কানু মিয়া ও আনোয়ারের ছেলে মোঃ রতন মিয়া এবং সারিয়াকান্দি উপজেলার জোড়াগাছা এলাকার মোঃ নজিরের ছেলে মোঃ শহিদুল ইসলাম।
এদিকে ছুরিকাঘাতে মারাত্মক আহত আবু নোমান মোঃ আব্দুল নাফিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে আশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সে বর্তমানে কিডনী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। আবু নোমান শাহজাহানপুর উপজেলার সাবরুল ইউনিয়নের আব্দুর রউফের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার গোলাবাড়ী শাখার টিএমএসএস’র মাঠ কর্মি আবু নোমান মোঃ আব্দুল নাফি সোমবার সাবগ্রাম এলাকায় কিস্তির টাকা আদায় করছিল। এসময় ওই শাখার ফিল্ড সুপারভাইজার আবুল কালাম তার সঙ্গেই ছিল। আদায় শেষে দুপুর ১টা নাগাত তারা সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দপাড়া গ্রামের কাঁচা রাস্তার পাশে অবস্থিত পোল্টি ফার্মের সামনে পৌছুলে ছিনতাইকারীরা ধারালো চাকু, ছোরা নিয়ে তাদের পথ আটকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের বাধা দিলে তারা আবু নোমানের বুকে, পিঠে ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আবু নোমান গুরুতর আহত হয়। ছিনিয়ে নেয়া ব্যাগে ১লক্ষ ৭৫হাজার ৭শত ২৫ টাকা ছিল বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button