মুক্তিযুদ্ধ বগুড়া
বগুড়ায় ‘লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো’ (দেখুন ভিডিও সহ)

সন্ধ্যা ৭টা ১ মিনিট বাজতেই বগুড়া জেলাজুড়ে জ্বলে উঠলো লাখো মোমবাতি। জেলার লাখো মানুষের ছলছল চোখে ভেসে উঠলো ১৯৭১ সালের ভয়াল সেই ২৫ মার্চের কালো রাত। যেদিন বাঙালীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হায়েনারা। সেই দিনটিকে স্মরণ রাখতে বগুড়াবাসীকে ইতিহাসের স্বাক্ষী করে রাখলো জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞার ব্যতিক্রমী উদ্যোগে সোমবার আলতাফুন্নেছা খেলার মাঠসহ বগুড়ার ১২টি উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার লাখো মানুষ মোমবাতি জ্বালিয়ে সামিল হয় আলোর মিছিলে।
একই সময়ে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বগুড়া জেলা স্কুল মাঠ, মম ইন এক্সটেনশন পার্ক, মাটিডালি সদর উপজেলা চত্বরে জ্বালানো হয় মোমবাতি। সেই সাথে মোমবাতি প্রজ্জলন করা হয় শাহজাহানপুর উপজেলা চত্বর, ধুনটের এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, গাবতলীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সারিয়াকান্দির পাবলিক মাঠ, শিবগঞ্জের মুক্তিযোদ্ধা স্তম্ভ, সোনাতলার শেখ রাসেল স্টেডিয়াম, দুপচাঁচিয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, আদমদিঘীর আইপিজে স্কুল মাঠ, নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ, কাহালুর মডেল স্কুল মাঠ ও শেরপুরে। জেলা পুলিশ ছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন এই কর্মসূচি পালন করেছে।