বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ডায়াবেটিক হাসপাতাল এর অংশ নিজউদ্যোগে ভাঙ্গা শুরু



বগুড়ায় করতোয়া নদীর জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা নিজেরাই ভাঙতে শুরু করেছেন ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় এক সপ্তাহ আগে একদল শ্রমিক তিন তলা ওই হাসপাতালের পূর্ব দিকের উপরের অংশ ভাঙার কাজ শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে দিতে সরকার দেশব্যাপী নদী দখল মুক্তকরণের যে অভিযান শুরু করেছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই তারা নিজেরা অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগ নিয়েছেন।


ডায়াবেটিক হাসপাতালের এই উদ্যোগকে জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, নদীর জায়গা দখল করা উচিত নয় – এমন উপলব্ধি অনেক দেরিতে হলেও বগুড়া ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের হয়েছে বলেই মনে হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ ভাল একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।করতোয়া নদীর জায়গা আরও যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন আমরা আশা করবো তারাও ডায়াবেটিক হাসপাতালের মত নিজেরাই তাদের স্থাপনা অপসারণ করে মৃতপ্রায় নদীকে বাঁচাতে এগিয়ে আসবেন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button