বগুড়া সদর উপজেলা

বগুড়ায় দিনব্যাপী ইবনে সিনার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত



ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার বগুড়ার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


গতকাল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. হাছিনা আক্তার রেখা। স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা বগুড়া সেন্টারের ইউনিট ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. ফরহাদ হোসেন।


মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইবনে সিনা বগুড়া শাখার ডেপুটি ম্যানেজার একাউন্টস মো. মাইদুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এডমিন হানিফ উদ্দীন আহমদ, অ্যাসিস্ট্যান্ট মানেজার মার্কেটিং জিএ রায়হান, সিনিয়র করপোরেট মার্কেটিং অফিসার আলী আহমেদ, সিনিয়র মার্কেটিং অফিসার তাজনুর ইসলাম, রেজাউল করিম প্রমুখ।
বিজ্ঞপ্তি

এই বিভাগের অন্য খবর

Back to top button