টিএমএসএসবগুড়া সদর উপজেলামেডিকেল কলেজ

বিশ্ব স্বাস্থ্য দিবসে টিএমএসএস মেডিকেলে বিভিন্ন কার্যক্রম পালিত

টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে গতকাল বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পালিত হয়।

বগুড়া শহরে সকালে সাড়ে ৮টায় এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালীর উদ্বোধন করেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু। টিএমএসএস মেডিকেল কলেজ গ্যালারীতের আলোচনা সভায় কি-নোট উপস্থাপন করেন টিএমসি’র প্রফেসর ডা. হাফিজা আরজুমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, প্রফেসর ডা. মওদুদ আলমগীর পাভেল, টিএমসি’র অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস শুকুর, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. শাহজাহান আলী, টিএমএসএস স্বাস্থ্য বিভাগের কনসালটেন্ট এ্যাডমিন হাফিজার রহমান প্রমুখ।

এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর উদ্যোগে সকল পর্যায়ের চিকিৎসকের ভিজিট ও পরীক্ষা-নিরীক্ষায় ২৫% ডিসকাউন্ট দেওয়া হয়। এছাড়াও ফ্রি ডায়াবেটিক স্ক্রিনিং এবং ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button