জাতীয়

ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে মে মাসের প্রথম সপ্তাহে!

বিগত কয়েক সপ্তাহে ঝড়-বৃষ্টির পরিমাণ ছিলো চোখে পরার মতো। তবে কয়েকদিন যাবত সূর্যের দাপট বেড়েছে, দিনের শুরুর দিকে হিমেল আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দাপট বাড়তে থাকে।

আগামী কয়েকদিন সূর্যের দাপট আরো কিছুটা বাড়বে, ভ্যাবসা গরম পড়বে। প্রকৃতির সাথে সাথে সাগরের লোনা জল কিছুটা টগবগে আচরণ করছে। এ থেকেই হয়তো বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের আশংকা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসের শেষদিকে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপটি শক্তিশালী হয়ে ২৮,২৯,৩০ এপ্রিলের পর ঘূর্ণিঝড় এ রুপান্তরিত হতে পারে। এরপর সেটি ৩রা মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। তার গতিপথ কি হবে সে নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে এ নিয়ে আতংকিত হওয়ার কারণ নেই।

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের পূর্বাভাসে বলা হচ্ছে, এই সময় বগুড়া সহ দেশের উত্তর, উত্তর পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী হয়ে যেতে পারে। একই সঙ্গে দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button