জাতীয়
সন্তানের জন্য দুধ চুরি,সেই বাবাকে চাকরি দিলো স্বপ্ন

রোববার ১২মে স্বপ্নের নির্বাহী পরিচালক স্বপ্নের প্রধান কার্যালয়ে নিয়োগপত্র তুলে দেন সেই বাবাকে। সন্তানের জন্য দুধ চুরি করা সেই বাবাকে চাকরি দিলো স্বপ্ন।
মোবাইল এক্সেসরিজ ডিপার্টমেন্টে সোর্সিং এক্সিকিউটিভ পদে চাকরি পেলেন সন্তানের জন্য দুধ চুরি করা সেই বাবা।
এর আগেই তাকে চাকরি দেওয়ার মৌখিক ঘোষণা করেছিলেন স্বপ্নের হেড অব মার্কেটিং। তিনি জানান ফেসবুকে ভাইরাল হওয়ার পরে নিউজটি তার নজরে আসলে, তার নির্দেশে স্বপ্ন কর্তৃপক্ষ চাকরি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।