উপজেলাধুনট উপজেলা
সালিশি বৈঠকে রিকশাচালককে হেনস্থা, রাতেই শ্বাসরোধে হত্যা!

বগুড়ার ধুনট উপজেলায় গরু চোর সন্দেহে আবুল কাসেম (৫৫) নামে এক রিকশা চালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ মে) সকাল ১১টার দিকে তার ঝুলন্ত মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল কাসেম উপজেলার বিলচাপড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ি গ্রামের আবুল কাসেম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত ৭ মে ঢাকা থেকে বিলচাপড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরে আসে আবুল কাসেম। এ অবস্থায় ১৩ মে রাতে একই গ্রামের শহিদুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়েছে। ওই চুরির ঘটনার সাথে আবুল কাসেমের জড়িত থাকার অভিযোগ করে শহিদুল ইসলাম।