ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ এ থাকছে সুপার ওভার
বিশ্বকাপ শুরু হওয়ার বাকী আর মাত্র ৩ দিন। শেষ সময়ে এসেও নতুন কিছু রুলসের কথা জানিয়েছে আইসিসি। যার মধ্যে সুপারওভারের বিষয়টি স্পষ্ট।
মূলত, লীগপর্বে সুপার ওভার না থাকলেও এখানে ম্যাচ টাই হলে পয়েন্ট ভাগাভাগিই ভরসা। আর নক আউট পর্বে পয়েন্ট ভাগাভাগির কোনো অপশন না থাকায় সুপার ওভারই হবে শেষ ভরসা।
এছাড়াও ওয়েলসে বৃষ্টি বা আবহাওয়াগত কারনে খেলা বন্ধ হলেও থাকবে রিজার্ভ ডে তে খেলার অপশন।
উল্লেখ্য যে এর আগেও ২০১১ বিশ্বকাপে নক-আউট ম্যাচের সেমিফাইনাল ও ফাইনালে ছিলো এ অপশনটি।
লেখা: শেখ শানিম হাসান রুদ্র