নন্দীগ্রাম উপজেলা
সেমাইয়ে মেশানো হয়েছে কাপড়ের রং, মালিককে জরিমানা
নন্দীগ্রামে দুই লাচ্ছা সেমাই কারখানার মালিককে জরিমানা ।
কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর, দুর্গন্ধময় । লাচ্ছার খামিরে মেশানো হচ্ছে পোশাক কারখানায় ব্যবহৃত মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে দুইটি লাচ্ছা সেমাই কারখানার এই চিত্র। এ জন্য দুই সেমাই কারখানার মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলার সিংজানী ও আইলপুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় সিংজানী গ্রামে লাচ্ছা সেমাই কারখানার মালিক আব্দুল কাদেরকে ৪ হাজার টাকা ও আইলপুনিয়া গ্রামে বেবি খাতুনকে ৭ হাজার টাকা জরিমানা করেন তিনি।