গণমাধ্যম সংক্রান্ত

বিআরটিসির বাস আবার চলবে ঢাকা-বগুড়া রুটে !

অনেকদিন ধরে বন্ধ হওয়া ঢাকা বগুড়ার মধ্যে বিআরটিসির বাসচলাচল ফের চালু হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। এই রুটে নতুন করে বাসচলাচল শুরুর অংশ হিসেবে বগুড়া বিআিরটিসি ডিপোতে আসছে নতুন বাস ।
জানা গেছে, নতুন বাসের পাশাপাশি ডিপোতে অবহেলায় পড়ে থাকা পুরাতন বাসগুলোকে মেরামত করেও চলাচলের উপযোগি করে তোলা হচ্ছে । সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে চলাচলকরা বিআটিসির বাস যাতায়াতের ক্ষেত্রে টাইম শিডিউল মেনে চলা ও যাত্রী সেবার জন্য বেশ জনপ্রিয় ছিল । আরও জানা যায়, তুলনামুলক ভাবে বেসরকারি পরিবহনের চাইতে ভাড়াও কম নিত বিআরটিসি ।

ফলে বেসরকারি পরিবহনের সাথে জড়িত একটি প্রভাবশালী মহল ও রাজনৈতিক শক্তির অদৃশ হস্তক্ষেপে একপর্যায়ে বন্ধ হয়ে যায় ঢাকা বগুড়া রুটে বিআরটিসির বাস যাত্রা। এই সুযোগে বেসরকারি পরিবহনে বেড়েছে যাত্রী ভাড়া, কমে গেছে যাত্রী সেবা ।

সংস্থাটির বগুড়া ডিপোর একটি সুত্র শনিবার ইনকিলাবকে জানায়, ডিপো কর্তৃপক্ষ চলাচলের জন্য প্রাপ্তি সাপেক্ষে ঢাকা- বগুড়া রুট ছাড়াও বগুড়া বেনাপোল রুটেও বাস সার্ভিস চালু করবে। এছাড়া বগুড়া – গোপালগঞ্জ রুটের বিদ্যমান বাস সার্ভিসও দ্বিগুন করা হতে পারে বলে শোনা যাচ্ছে ।


সূত্রঃ দৈনিক ইনকিলাব

এই বিভাগের অন্য খবর

Back to top button