বগুড়ায় নব্য মাদক ব্যবসায়ী ১০ বোতল ফেন্সিডিল সহ আটক

বগুড়ায় নব্য মাদক ব্যবসায়ী ১০ বোতল ফেন্সিডিল সহ আটক
বগুড়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে যখন পুরাতন মাদক ব্যবসায়ীরা শ্রী ঘরে তখন মাদক ব্যবসায় নাম লেখাচ্ছে অনেক নতুন মুখ। হয়ে উঠছে নব্য মাদক ব্যবসায়ী। সেরকমই এক মাদক ব্যবসায়ীর নাম মুয়ীদ (২৬)। যে বয়সে তার লেখাপড়া করার কথা সে বয়সে সে অধিক মুনাফার লোভে জড়িয়ে পড়েছে মাদক ব্যবসায়। বগুড়া সদরের ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করেছে ১০ বোতল ফেন্সিডিল সহ।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এএসআই নুরে আলম, আহসান হাবীব, এটিএসআই নাসিম, সাজ্জাদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত সোয়া ৯ টার দিকে দত্তবাড়ী এলাকার একটি স্কুল এ্যন্ড কলেজ গেটের সামনে থেকে নব্য মাদক ব্যবসায়ী মুয়ীদ উল আলমকে আটক করে। পরে তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটক মুয়ীদ চকসূত্রাপুর এলাকার খোরশেদ আলম এর পুত্র বলে পুলিশ জানায়। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/ইকবাল