উপজেলাধুনট উপজেলাসারিয়াকান্দি উপজেলাসোনাতলা উপজেলা

যমুনার পানি বাড়ছেই, বগুড়ায় সাড়ে ৫শ’ গ্রাম পানিতে!!

তিন দিন ধরে টানা পানি বৃদ্ধিতে বগুড়ায় যমুনা নদীর পানিতে নিমজ্জিত হয়েছে সাড়ে ৫শ’রও বেশি গ্রাম। সাড়ে ৮ হাজার হেক্টরের বেশি ফসল সোমবার পর্যন্ত তলিয়েছে পানির নিচে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আরও অন্তত ৩ দিন পানি বৃদ্ধির চলমান হার অব্যাহত থাকতে পারে। তবে বন্যার কবলে পড়া তিন উপজেলার প্রায় ৭০ হাজার মানুষকে ত্রাণ সহায়তা দেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত শনিবার দুপুরে চলতি মৌসুমে বগুড়ায় প্রথম বিপদসীমা অতিক্রম করে যমুনা নদী। পাশাপাশি বাঙালী নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

এই দুই নদীর পানি বৃদ্ধিতে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের মোট ২৯ ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন ক্রমেই। তিন উপজেলায় বন্ধ হয়ে গেছে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। পাট, আউশ ধান, মরিচ, আমন বীজতলা ও বিভিন্ন সবজির ৮ হাজার ৬০৩ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া এবারের বন্যায় সারিয়াকান্দি উপজেলায় বিভিন্ন মৎস্যখামারের প্রায় ২ কোটি টাকার মাছ ভেসে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button