শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধাওয়াগীর মিল্কিপুরে প্রতি বছরের ন্যায় এবারো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধাওয়াগীর মিল্কিপুরে ঐতিহ্যবাহী করতোয়া নদীতে গ্রাম বাংলার এ নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫টি দল অংশ গ্রহন করে তীব্র প্রতিযোগীতার মধ্যে দিয়ে শিবগঞ্জ সদর ইউনিয়নের উত্তর শ্যামপুর ও ধাওয়াগীর বাইচ দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
বেলাল হোসেন মহুরীর পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাম্মদ আলী বাদল, তোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য সিহাবুল ইসলাম সুইট, জাহিদুর রহমান মুসা, দলিলুর রহমান দুলু, মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন, মোকলেছার রহমান, আশরাফ, আবুল কালাম,বাদশা, শাহারুল প্রমূখ।
আশপাশের বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে বিপুল সংখ্যক জনসাধারণ নদীর ধারে হাটু পানিতে, রাস্তা ও ছাদের উপর অবস্থান নিয়ে উক্ত খেলা উপভোগ করেন।