বগুড়া সদর উপজেলা

নেদারল্যান্ডস এ্যামবেসী ও পিইউএম কর্মকর্তাদের টিএমএসএস‘র

নেদারল্যান্ডস এ্যামবেসী ঢাকা ও পিইউএমের কর্মকর্তাগণ আজ শনিবার বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শন টিমে ছিলেন নেদারল্যান্ডসের ম্যাডাম এ্যামবাসেডর ঢাকা মিসেস একিই ওকামা,পিইউএম নেদারল্যান্ডসের কান্ট্রিডিরেক্টর মিঃ উইলেম হেইজার,কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হারুনূর রশিদ প্রমূখ। এ সময় তাদের সঙ্গে ছিলেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,পরিচালক (আইসিটি) নিগার সুলতানাসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনের আগে অতিথিদের সামনে মাল্টিমিডিয়া প্রেজেনটেশনের মাধ্যমে টিএমএসএস এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংস্থার পরামর্শক (আইসিটি) মোঃ খায়রুল ইসলাম। পরিদর্শন টিম টিএমএসএস ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড আইসিটি,টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ,পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি,টিএমএসএস মেডিকেল কলেজ,টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, টিএমএসএস মম ইন বিনোদন জগৎ,বৃদ্ধ নিবাস ও অটিজম সেন্টার,গ্রীন হাউজ কৃষি খামার,বোর্ড মিল, সিরামিক ইন্ড্রাষ্ট্রি উৎপাদন ফুডস্,হ্যান্ডিক্রাফটসের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অতিথিগণ মম ইন হোটেলের কনফারেন্স রুমে টিএমএসএস এর উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন।

এই বিভাগের অন্য খবর

Back to top button