বগুড়া সদর উপজেলা
বগুড়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

বগুড়ায় পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহামদ বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য এডিস মশা নিধনে সবাইকে সজাগ হতে হবে। বাড়িঘর ছাড়া অফিস আদালতের ছাদে যাতে পানি জমে না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য এ আয়োজন করা হয়েছে