উপজেলাশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় ৩ হাজার লিটার নকল জুসসহ আটক ৩ !!
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় অভিযান চালিয়ে ৩ হাজার লিটার ভেজাল ম্যাংগো জুস ও কেমিক্যালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার ভেজাল ম্যাংগো জুস, প্লাস্টিকের বস্তা এবং বিভিন্ন কেমিক্যাল উপকরণ (যার মূল্য আনুমানিক একলক্ষ টাকা) জব্দ করা হয়। উদ্ধারকৃত জুস রাস্তায় ঢেলে ধ্বংস করা হয়।
এসময় মো. আরিফুর রহমান (৩৬), মো. ইউসুফ (৩৫) ও শাকিল (৪০) নামের তিনজনকে গ্রেফতার পূবর্ক ভ্রাম্যমান আদালতে যথাক্রমে ১ বছর, ৬ মাস ও ০৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাদন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।