বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫৬ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রোববার (২৮ জুলাই) বিকাল পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন। ১৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে দুইজন চিকিৎসক ও একজন শিশু রয়েছেন। আক্রান্তদের সকলেই ঢাকায় থাকা অবস্থা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আট জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এদের মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন। ডাঃ তানজিল বেগম (২৬) নামের ঐ নারী চিকিৎসক ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চিকিৎসক হিসেবে চাকরি করেন। আগেরদিন শনিবার ডাঃ আল মামুন নামের আরও একজন চিকিৎসক ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি বগুড়া পরমাণু চিকিৎসাকেন্দ্রের নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। এদিকে জয়পুরহাট থেকে শিহাব (৮)নামের এক শিশু বগুড়ায় ভর্তি হয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আরিফুর রহমান বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন সকলে আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা এখনো চলছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button