বগুড়া সদর উপজেলাশাজাহানপুর উপজেলাশেরপুর উপজেলা
লক্ষ টাকা শেয়ার ক্রয়ের সনদ বিতরন বগুড়ায় !!
জনাব মুহাম্মদ মেহেদী হাসান, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়া মহোদয়কে ১.০০(এক) লক্ষ টাকা শেয়ার ক্রয়ের সনদ বিতরন করছেন জনাব মো: মনির হোসেন, আঞ্চলিক ব্যবস্হাপক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বগুড়া।
উপস্হিত ছিলেন জনাব মো: আনিছুর রহমান,আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা বগুড়া, জনাব মো: খলিফা মিজানুর রহমান, ব্যাবস্থাপক শাজাহানপুর শাখা, বগুড়া, জনাব মো: জুলফিকার মতিন, ব্যবস্হাপক শেরপুর শাখা বগুড়া।