দুর্ঘটনাবগুড়া সদর উপজেলাশাজাহানপুর উপজেলা

বগুড়ার মানিকচকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন

স্ত্রী ও শ্যালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন, দুজনকে নিয়ে তাই জয়পুরহাট থেকে বগুড়ায় আসছিলেন ওয়ালিউর রহমান (২৮)। কিন্তু পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন তিনি।

বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের মানিকচক এলাকায় আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামে। তিনি উপজেলার মোলামগাড়িহাট উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারিক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী এবং আহত ফয়জুন নেছার স্বামী রায়হান আলম বলেন, শুক্রবারের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল দুই বোন ফারজানা ও তানিয়ার। ফারজানার কেন্দ্র ছিল বগুড়া শহরতলির মানিকচক উচ্চবিদ্যালয়। আর ছোট বোন তানিয়ার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বগুড়ার সরকারি শাহসুলতান কলেজ কেন্দ্রে। দুই বোনের পরীক্ষা উপলক্ষে পরিবারের ৯ সদস্য মিলে জয়পুরহাটের কালাই থেকে একটি মাইক্রোবাসে করে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে মাইক্রোবাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা তেলের কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওয়ালিউর রহমান নিহত হন।

বগুড়ার ফুলবাড়ী ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওয়ালিউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত লোকজনের মধ্যে ওয়ালিউর রহমানের স্ত্রী ফারজানার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাকটিকে জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button