বগুড়া সদর উপজেলা
বগুড়া অনলাইন সেচ্ছাসেবী সংগঠণ এর মাসিক মিটিং অনুষ্টিত
( আরিফ শেখ , বগুড়া লাইভ )
৩১.০৮.২০১৯, রোজ শনিবার বগুড়া সদর উপজেলা চত্বরে ” বগুড়া অনলাইন সেচ্ছাসেবী সংগঠন ( BOSS) ” এর মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় বিভিন্ন সামাজিক কার্যক্রম ও রক্তদানে উৎসাহিত করা, সেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা পরিচালনা করেন অত্র সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক জনাব মো : রাসেল মন্ডল ,
এ সময় আরো উপস্তিত ছিলেন সাহিদূর রহমান, আরিফ শেখ, গোলাম মোস্তফা, আব্দুস সালাম, ফিরোজ আহম্মেদ ( জাতীয় দুলাভাই ), মিঠুন, আদনান, পাভেল, ফেরদৌস, সজিব, লুবনা আক্তার, জান্নাতুন নাঈম, রোকেয়া, রাজিব, মাহমুদুল হাসান, সাইদুল, মিজানুর, আব্দুল আলিম, রিমন, জাহিদ, জিসান, ঈসমাইল, শ্রী কনক, সাজেন মন্ডল, শিওন, রাজ, সুমন, রুপম, রহিত, মুনসুর, ফরিদ, কানিজ রেজে , রাসেল, সামসুজ্জোহা, সুমন সহ আরো অনেকেই।