এবার বগুড়ায় “টাউন ক্লাবে” জুয়া খেলার সামগ্রী সহ ১৫ জুয়াড়ী আটক
রাজধানী ঢাকার পর উত্তরের প্রবেশ দ্বার বগুড়া শহরের একটি ক্লাবে শনিবার রাতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এসময় জুয়া খেলার সরঞ্জামাদি নগদ অর্থ সহ কমপক্ষে ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে বেশ কয়েক জন রাঘব বৈয়াল সটকে পড়েন বলে প্রত্যক্ষ একটি সূত্রে জানা গেছে।
জানা গেছে, রাজধানী ঢাকার পর প্রথমবারের মত গত শনিবার রাতে শহরের প্রানকেন্দ্রে ”বগুড়ার টাউন ক্লাবে” অভিযান চালায় বগুড়া সদর থানা ও সদর পুলিশের একটি বড় দল। এর আগে শহরের প্রানকেন্দ্র এলাকার বগুড়া টাউন ক্লাবটি সন্ধ্যা থেকেই ঘিড়ে রাখে পুলিশ। পরে সেখানে অভিযান শুরু করা হয়। রাত ১০পর্যন্ত ক্লাবের অভ্যান্তরে অভিযান কালে ১৫ জুয়াড়ীকে আটক করা হয়। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান বিদেশী প্লেইং কার্ড ও নগদ টাকা জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম। তবে এসময পর্যন্ত ঠিক কত টাকা সেখান থেকে উদ্ধার করা হয়েছিল সে বিষয়টি পরিস্কার নয়।
অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন যাবত শহরের ‘টাউন ক্লাবে’র অন্তরালে নিয়মিত জুয়ার আসর চালানোর বিষয়টি ওপেন সিক্রেট হলেও এ বিষয়ে কোন অভিযোগ বা অভিযান কোনদিনই হয়নি।
রাজধানী ঢাকার পর শনিবার প্রথম বারের মত পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকেনগদ ১৫শত টাকা তাস সহ বিভিন্ন জুয়ার সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। এ সময় আটক করা হয় ১৫জনকে। আটককৃতরা প্রায় সকলেই বগুড়া চেম্বার ও ক্ষমতাসিন দলীয় লোক, সমর্থক, বিতর্কিত এবং প্রভাবশালী, সহ বিভিন্ন পেশাজীবি। বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক) এসএম বদিউজ্জামান সংবাদ সংস্থা এফএনএস’কে জানান, আটককৃত ১৫জনের বিরুদ্ধে গ্যাম্বলিং আইন সহ ১৮৮৬ সালের ৩/৪ধারা আইনে নিয়মিত মামলা রজু করার পর রোববার তাদের সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে আরো অভিযোগ রয়েছে বগুড়ার বিভিন্ন ক্লাব,মোটেল ,৩ ও ৪তারকা হোটেল সহ বগুড়া শহরের বিভিন্ন স্থানে সদ্য গড়ে ওঠা ২ও ৩তারকা হোটেলে নিয়মিত জুয়া মদ ও নারীর মেলা বসানো হয়ে থাকে।
তথ্যসুত্র: এফএনএস