ধুনট উপজেলা

“আমরা ধুনটবাসী” বগুড়ার উদ্যোগে ৭ হাজার তাল বীজ রোপণ

স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা ধুনটবাসী” বগুড়ার উদ্যোগে স্বেচ্ছায় গতকাল প্রায় ১৫ কিলোমিটার (ধুনট-সোনাহাটা-সাতবেকি) রাস্তায় ৭ হাজার তাল বিজ রোপন করা হলো।

উল্লেখ্য, গত বছরেও প্রায় ২০ কিলোমিটার রাস্তায় তাল ও খেজুর বিজ রোপণ করা হয়।

উক্ত কর্মসূচি সফল করতে Nabil Islam, Akhinoor Jaman Bokul, মোনাজ্জেমুল ইসলাম সুম্‌ Aminul Srabon, Plabon Amin, জিন্নাহুর রহমান রাকিব সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি, যেসকল ছাত্র-ছাত্রী ও ভলেন্টিয়াররা তাল বিজ সংগ্রহ করে দিয়েছে ।

ধন্যবাদান্তে
আপেল মাহমুদ
মাজবাড়ি, নিমগাছী, ধুনট, বগুড়া ।

এই বিভাগের অন্য খবর

Back to top button