ক্রিকেট বিশ্বকাপ ২০১৯খেলাধুলা
টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরলেন আল আমিন ও আরাফাত সানি
আসন্ন ভারত সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
যেখানে দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন বাঁ হাতি স্পিনার আরাফাত সানি ও ডান হাতি পেসার আল-আমিন হোসেন। এছাড়া স্বেচ্ছা বিশ্রাম শেষে দেশসেরা ওপেনার তামিম ইকবালকেও ফেরানো হয়েছে।
ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।