খেলাধুলা
সন্ধ্যায় ফের সংবাদ সম্মেলনে সাকিব-মুশফিকরা

১১ দফা দাবি জানানোর পর আজ আবারো সংবাদ সম্মেলন করবেন টাইগাররা। ঢাকার অভিজাত এক পাঁচতারকা হোটেলে আজ সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে অংশ নিবেন সাকিব-মুশফিক’রা।
আজ সন্ধ্যা পর্যন্ত বিসিবির কর্মকর্তারা অপেক্ষায় থাকবেন ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসার জন্যে। কিন্তু ক্রিকেটার’রা বিসিবির সঙ্গে আলোচনায় না বসে সংবাদ সম্মেলন করার কথা সন্ধ্যা ৬টায়।
ক্রিকেটারদের ১১ দফা নিয়ে বিসিবি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গতকালই জানিয়েছে দাবির বেশিরভাগই মেনে নেওয়ার মতো। তবে ক্রিকেটাররা নিজেরা বিসিবির সাথে বসে সমঝোতা না করলে বোর্ড কোন সিদ্ধান্ত জানাবেনা।
আগামী ৩রা নভেম্বর হতে দিল্লিতে ভারতের সাথে টি-২০ সিরিজ খেলার কথা বাংলাদেশের, সংবাদ সম্মেলন শেষে জানা যাবে ক্রিকেটারদের সিদ্ধান্ত।
শেখ শানিম হাসান রুদ্র।