চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন কখন চার্জ করবেন
স্মার্টফোন চার্জ দেওয়ার কিছু নিয়ম আছে ৷ ইচ্ছা হলেই স্মার্টফোন চার্জ দেওয়া যাবে না, যদি ব্যাটারীর স্থায়িত্ব বৃদ্ধি করতে চান ৷যেহেতু হাতের স্মার্টফোনেই কাটে দিনের বেশিরভাগ সময় সেহেতু ফোন যেন ভালো থাকে সে ব্যাবস্থা করতে হবে ৷ আর ফোন ভালো রাখতে হলে অবশ্যই ব্যাটারীর দিকে নজর দিতে হবে ৷
ব্যাটারী সচল রাখতে হলে অবশ্যই নিয়ম মেনে চার্জ দিতে হবে ৷ টেক বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারির চার্জ কমে ৫০শতাংশ হওয়ার আগে ফোন চার্জে দেয়া যাবে না। আর কমপক্ষে ২০শতাংশ চার্জ থাকা অবস্থায় রিচার্জ করে নিতে হবে।
আমরা সাধারনত সারাদিন স্মার্টফোন ব্যাবহার করে সারারাত চার্জ করি যা মোটেই ব্যাটারীর জন্য ভালো নয় ৷ব্যাটারী কখনও শতভাগ চার্জ হওয়ার পর চার্জার সংযুক্ত করে রাখা উচিৎ নয় ৷
স্মার্ট ফোন কখনও শতভাগ রিচার্জ করা উচিত নয়। আর চার্জ হয়ে গেলে চার্জার খুলে নিতে হবে।
আর মাসে একবার ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ করতে হবে। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ার পর রিচার্জ করে নিতে হবে।যত্ন নিয়ে ফোন ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে।