খেলাধুলা

১ বছরের জন্য নিষিদ্ধ হলেন সাকিব

সাকিবকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করলেও তার সন্তোষজনক আচরণের জন্য সাজা ১ বছর কমেছে সাকিবের।

সাকিবের বিরুদ্ধে অভিযোগ সবই ২০১৮ সাল কেন্দ্রিক।

সাকিবের বিপক্ষে অভিযোগ ছিলো তাঁর কাছে এসেছিলো ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব। তিনি তা প্রত্যাখ্যান করলেও সে সম্পর্কে জানান নি আইসিসিকে। তাই তাঁকে শাস্তি দিয়েছে আইসিসি।

যদিও তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তবে তাঁর সন্তোষজনক আচার-আচরণের কারণে সে ২০২০ সালের ২৯ অক্টোবরে আবার মাঠে নামার জন্য ফ্রি হবেন। তিন দফাতে আইসিসির অ্যান্টি করাপশন কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৪.৪ লঙ্ঘন করেছেন সাকিব আল হাসান।

২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজে দুইবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করা সাকিব আইসিসিকে জানায়নি। এবং ২০১৮ সালের ২৬ এপ্রিল আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচেও ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করা সাকিব আইসিসিকে জানাননি।

শেখ শানিম হাসান রুদ্র/ বগুড়া লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button