নাগরিক সেবা

শীতের শুরুতেই সুবিধাবঞ্চিত ৩৫ শিশুর মুখে হাসি ফোটালো “উত্তমাশা”

এসবি (বগুড়া সদর প্রতিনিধি): সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র-সহ প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করলো ‘উত্তমাশা’। বুধবার সকাল ১১টায় সরকারি আজিজুল হক কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি বিতরণ করে ‘উত্তমাশা’ সংগঠনটি।এ সময় সুবিধা বঞ্চিতদের হাতে শীতবস্ত্র,জুতা,মুজা, টুথপেষ্ট, ব্রাশ, পেট্রলিয়াম জেলী,সহ শীত সামগ্রী তুলে দেয়া হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ উত্তমাশার সদস্যবৃন্দরা।

উত্তমাশা-র সিনিয়র একজন সদস্য বলেন, ‘উত্তমাশা একটি নতুন সংগঠন। আমরা উত্তমাশা এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। আজ এই ৩৫ জন শিশুকে তাদের দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। পাশাপাশি আমরা উপস্থিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ‘উত্তমাশা’ সংগঠন টি আজিজুল হক কলেজ এর অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হয় ২০১৯ এর প্রথম দিকে। সংগঠনের মাধ্যমে নিয়মিত শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button