খেলাধুলা

বঙ্গবন্ধু বিপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম

আজ রাজশাহী রয়্যালসের বিরুদ্ধে মুশফিকুর রহিমের ৯৬ রানের ইনিংসটি ছিলো তার ক্যারিয়ারের সেরা টি-২০ ইনিংস৷

মুশফিকের ৫১ বলে ৯৬ রানের ইনিংসটি বিপিএলের এবারের আসরের এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রান।

একই ম্যাচে রাজশাহীর পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের ব্যাট থেকে আসে ৫০ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলের দল মুশফিকের খুলনা টাইগার্সকে টার্গেট দেয় ১৮৯ রানের৷ যা এ সিজনের সর্বোচ্চ টার্গেট।

জবাবে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স সে স্কোর টপকে করেছে ১৯২ রান। যা এ সিজনের সর্বোচ্চ রান চেইস।

রাইলি রুশো ও মুশফিকুর রহিমের জুটিতে ৫২ বলে আসে ৭২ রান। দলের যখন ৯৭ রান তখন ব্যক্তিগত ৩৫ বলে ৪২ করে ফিরে যান রুশো।

এরপর ফ্রাইলিংক ও মুশফিকের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত মুশফিকের ৫১ বলে ৯৬ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় খুলনা টাইগার্সের।

মুশফিকের এ ইনিংসটিই হতে পারতো তার ক্যারিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি।

শেখ শানিম হাসান রুদ্র (বগুড়া লাইভ)

এই বিভাগের অন্য খবর

Back to top button