তথ্য ও প্রযুক্তি

১৭২ বছর পর অগ্নিবলয়-সহ সূর্যগ্রহণ দেখা যাবে বাংলাদেশে

প্রায় প্রতি বছর-ই বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যায়। তবে কিছু কিছু সূর্যগ্রহণ থাকে অন্যসব সূর্য গ্রহণ থেকে আলাদা, অনন্য। আগামী ২৬ ডিসেম্বর এমনই এক অনন্য সূর্য গ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকে।

১৭২ বছর পর বাংলাদেশসহ পৃথিবীর মানুষ অবলোকন করতে যাচ্ছে এক বিশেষ সূর্য গ্রহণ। মহাকাশ বিজ্ঞানীরা এই সূর্য গ্রহণ এর নাম দিয়েছেন ‘Ring of Fire’ ; বাংলায়ঃ ‘অগ্নিবলয়’। এই সূর্য গ্রহণের সময় সূর্য কে একটি আগুনের রিং এর মতো দেখা যাবে।

সূর্য গ্রহণ এর বিস্তারিত সময়কালঃ
বাংলাদেশের প্রমাণ সময় অনুযায়ী ২৬ ডিসেম্বর সকাল ৯টা বেজে ১ মিনিট ১৬ সেকেন্ডে শুরু হবে। পূর্ণ (সর্বোচ্চ) সূর্য গ্রহণ শুরু হবে ১০টা বেজে ২৮ মিনিট ৯ সেকেন্ডে। দুপুর ১২টা বেজে ৮ মিনিট ২৫ সেকেন্ডে এই সূর্য গ্রহণ এর পরিসমাপ্তি হবে।

উল্লেখ্য, সূর্য গ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা। দিনের বেলা চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসে তখন সূর্য ঢেকে যায় এবং একেই সূর্য গ্রহণ বলে। সাধারণত সূর্য গ্রহণ খালি চোখে দেখা হয় না অতিবেগুনী রশ্মির আধিক্য থাকার কারণে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button