বগুড়ায় ৩ দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা শুরু
বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্নাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপি কবি সম্মেলন। কবি সম্মেলনে এ বছর ৪০ জেলা থেকে দুইশতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছেন।
‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে দীর্ঘ ৩১ বছর ধারণ করে আসছে বগুড়া লেখক চক্র। প্রথমদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপি কবি সম্মেলনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক বগুড়া লেখক চক্র পুরস্কার প্রাপ্ত কবি আমিনুল ইসলাম।
কবি সম্মেলনের ২য় দিনে থাকছে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনঃ সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনা, তরুণ কবিদের চোখে বাংলা কবিতার ভবিষ্যৎ, শুভেচ্ছা বক্তব্য, কথা ও কবিতা, কণ্ঠসাধন আবৃত্তি সংসদের আবৃত্তি এবং বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান এবং ৩য় দিনে বেহুলার বাসর ঘর ও মহাস্থান গড়ে কবিতাভ্রমণ।