বগুড়া সদর উপজেলা
বগুড়ায় বিশ (২০) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর হাতে ২০ পিস ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ২৩ শে ডিসেম্বর সকাল পৌনে ১০ টার সময় বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই শহিদুল ইসলাম এএসআই নুরে আলম, এএসআই আহসান, এটিএসআই নাসিম এটি এসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বগুড়া সদর থানাধীন মাটিডালী বেইলী ব্রীজের পূর্ব পার্শ্বেরাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (৩০)কে হাতে নাতে আটক করা হয়।
আসামী আবু বক্কর সিদ্দিক বগুড়া সদর উপজেলার পীরগাছা কমলপুর ছয়ঘড়িয়া গ্রামের মোঃ তৈয়বর হোসেনের পুত্র।
পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে অদ্য ২৩ শে ডিসেম্বর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।