বগুড়ার নন্দীগ্রামে স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
বগুড়ার নন্দীগ্রাম আতিকুল ইসলাম (১৪) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মঙ্গলবার সকালে ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রাম থেকে এ মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়,সে ওই গ্রামের প্রবাসী আবু সাঈদের ছেলে ও নন্দীগ্রাম ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। প্রতিবেশিরা জানায়, মৃত আতিকুল ইসলাম স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো সোমবার রাতে নিজ ঘরে শুয়ে পড়ে। সকালে তাকে একাধিকবার ডাকাডাকির করা হয়।এর পরও কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে ফেলে। ঘরে ঢোকার পর ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় আতিকুল ইসলামকে পাওয়া যায়।
নন্দীগ্রাম থানা পুলিশকে সংবাদ দেওয়ার পর তারা মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।