উপজেলাধুনট উপজেলা

কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের আয়োজনে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শুভ কাজে সবার পাশে- এই স্লোগানকে সামনে রেখে বগুড়া ধুনট উপজেলায় কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের বন্ধুদের আয়োজনে ৩০০ হতদরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে ধুনট প্রেস ক্লাব চত্বরে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শুভসংঘ ধুনট উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের ধুনট প্রতিনিধি রফিকুল আলম, উপদেষ্টা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, পীরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শুভসংঘ ধুনট উপজেলা শাখার সভাপতি রেজাউল হক মিন্টু, সহসভাপতি আলী আজগর মান্নান, সাধারন সম্পাদক ইমদাদুল হক ইমরান, সহসাধারণ সম্পাদক ইবনে সউদ জনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আকতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল ইসলাম, দপ্তর সম্পাদক জহুরুল মল্লিক, সদস্য শিথিলা খাতুন সেতু ও জলি খাতুন প্রমুখ।

শুভসংঘের কম্বল পেয়ে অকৃত্রিম হাসি দিয়ে ধুনট পৌর এলাকার চরপাড়া গ্রামের মর্জিনা খাতুন জানান, অভাবের কারনে লেপ বা কম্বল কেনা হচ্ছিল না। কম্বল পেয়ে তিনি খুব খুশি। হাড় কাঁপানো শীতে এই কম্বলটা পেয়ে তিনি কিছুটা চিন্তামুক্ত হলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button