উপজেলাসারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দির যমুনা নদীতে জেগে ওঠেছে চর

হামিদুর রহমান (হিমেল) গাবতলী প্রতিনিধি : বগুড়ায় সারিয়াকান্দি যমুনা নদীতে জেগে উঠেছে চর। নদীর একেকটি জেগে ওঠা চর পরিণত হয়েছে একেকটি দ্বীপে।
নদী শাসন না হওয়ায় পানি শুকিয়ে যমুনা নদী এখন পরিণত হয়েছে শ্রোতহীন নদীতে। নদী শুকিয়ে যাওয়ায় চরের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই।
এমন চিত্রই দেখা গেছে বগুড়া জেলার সারিয়াকান্দি যমুনা নদীতে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পর্যাপ্ত নাব্যতা না থাকার কারণে যমুনা নদীতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে।
মাঝ নদীতেই আটকে যাচ্ছে নৌকা। নদীতে চর জেগে উঠায় নৌকাগুলো বিভিন্ন পয়েন্টে রেখে দিয়েছে মালিকরা।
ফলে যোগাযোগব্যবস্থা ব্যবস্থা অনেকটা কঠিন হয়ে পড়েছে।নদীর বুকে জেগে ওঠা চর গুলো মরুভূমিরর ন্যায় বালি আর বালি।

এই বিভাগের অন্য খবর

Back to top button