বিনোদন

গান গেয়ে ভাইরাল শাকিব-অপু পুত্র আব্রাম খান জয় (ভিডিও)

তারকা দম্পতি শাকিব-অপুর একমাত্র পুত্র আব্রাম খান জয়। স্বাভাবিক কারণে জয়কে নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করার পর পরই অসংখ্য লাইক-কমেন্টসে ভরে যায়। এবার মা-বাবাকে নিয়ে সুরে সুরে গাইলেন জয়। আর তারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ/ গিভ মি এ কিস হোয়েন আই আসক ইউ/ মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ।’—এমন কথার ছড়াটি ভাঙা ভাঙা সুরে গেয়ে ভাইরাল হয়েছে জয়। মুঠোফোনে ধারণ করা ভিডিওটি আজ শুক্রবার সন্ধ্যায় অপু তার ফেসবুকে পোস্ট করেন। তারপর থেকেই ভক্তরা এ ভিডিওতে মন্তব্য করছেন।

সত্তরের বেশি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। দুজনে ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর অপুর কোলজুড়ে আসে ফুটফুটে এই পুত্রসন্তান। জয় বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে প্লে-গ্রুপের শিক্ষার্থী। মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যায়। স্কুলে সহপাঠীদের সঙ্গে সে মেতে ওঠে খেলাধুলায়। পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগী। এরই মধ্যে স্কুলের সহপাঠী ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে জয়।

https://www.facebook.com/story.php?story_fbid=2649370935284609&id=100006351844027&sfnsn=mo&d=n&vh=i

এই বিভাগের অন্য খবর

Back to top button