জাতীয়
সারাদেশে পালিত হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
সারাদেশের ন্যায় বগুড়াতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে ।
সকালে ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত নিকটস্থ টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ।
এছাড়া আরো জানা যায়,️০৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে নীল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে লাল রংয়ের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন এ প্লাস খাওয়ালে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়, শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমে যায়।