ধুনট উপজেলা

ধুনটে ইয়াতিমখানায় ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বগুড়ার ধুনটে মাঝবাড়ী হাফেজিয়া মাদরাসা, ঝিনাই-ছোট চাপড়া হাফেজিয়া মাদরাসা ও ইয়াতিমখানা, বড়িয়া দারুল উলুম কওমী মাদরাসা ও ইয়াতিমখানায় দি মেসেজ ফাউন্ডেশন ও সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্দোগে মঙ্গলবার দুপুরে সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি জিন্নাহুর রহমান রাকিব এর
তত্বাবধায়নে ছাত্র-শিক্ষকদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ কামরুল হাসান, ঝিনাই ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ জহুরুল ইসলাম, জেলা শুব্বানের সভাপতি নাজির আহম্মদ, সাংগঠনিক সম্পাদক, নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রানা।

আমরা ধুনটবাসী সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজফুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী প্রভাষক সাইফুল ইসলাম নাবিল, সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম শ্যামল, গোলাম আয়ম, রুবেল হুসাইন, মানিক মিয়া, আবু সাঈদ, মেহেদী হাসান রাকিব, ছোয়াইব আনাম সাকিব, রিজওয়ান রিফাই৷ মাঝবাড়ী হাফেজিয়া মাদরাসা শিক্ষক হাযেজ মাওঃ রফিকুল ইসলাম, শিক্ষক আয়নাল হক, ঝিনাই-ছোট চাপড়া হাফেজিয়া মাদরাসা ও ইয়াতিমখানা মহতামিম হাফেজ আব্দুল মান্নান, বড়িয়া দারুল উলুম কওমী মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষক মাওঃ আব্দুর রাসেদ

এই বিভাগের অন্য খবর

Back to top button