খেলাধুলা

তামিম শাহাদতের পর এবার বগুড়ার তৌহিদ হৃদয়ের অর্ধশতক


তানজিদ হাসান তামিমের ৮০ রানের পর বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দল মিঃ ডিপেন্ডেবল তৌহিদ হৃদয়। তার হাত ধরে যুব বিশ্বকাপের কোয়াটার ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ভালো রানের ভিত করেছে বাংলাদেশ।তবে তম ওভারে ৩ উইকেট হারিয়েই তুলে নিয়েছে ১৩২রান।

সাউথ আফ্রিকার পশেস্ট্রুম মাঠে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে দেখে শুনে খেলছিলেন তামিম ও ইমন। প্রথম ৭ ওভারে ২৮ রান তোলার পর খানিকটা মেরে খেলেন দুজন। তবে মলেটসানির  শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় ইমনকে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ইনিংস বেশি লম্বা করতে পারেননি মাহমুদুল হাসান জয়। জয় আউট হলে তামিম ৫২ বলে তার হাফসেঞ্চুরি পুরণ করেন। তানজিদ হাসান তামিম ৮৪ বলে ৮০ রানে ভুরেন এর বলে ক্যাচ আউট হন। তখন থেকেই শাহাদতকে নিয়ে চমৎকার এক ইনিংস উপহার দেন তৌহিদ হৃদয়।তিনি ৭৩বল খেলে ৫১ রান করে আউট হন।তার আগে শাহাদতের ফিফটিতে ৬৬রানে ব্যাট করছে শাহাদাত।

এই বিভাগের অন্য খবর

Back to top button