বগুড়ার দুই যুব ক্রিকেটারকে জাতীয় দলে দেখতে চান বিসিবি
প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা, গড়েছে ইতিহাস। বিশ্বকাপে আসার আগে বাংলাদেশের যুবারা টানা খেলার মধ্যে ছিল। সেই প্রস্তুতির ফলাফলও হাতেনাতে ধরা দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, দীর্ঘ দুই বছর ধরে বোর্ডের তত্ত্বাবধানে থাকা এই ক্রিকেটাররাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পরিণত যুবা ক্রিকেটার।
সম্প্রতি বিশ্বকাপ সংশ্লিষ্ট এক আলাপচারিতায় তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির সফলতা তুলে ধরেন। একইসাথে জানান চার ক্রিকেটারের নাম- যাদের তিনি শীঘ্রই দেখতে চান বাংলাদেশ জাতীয় দলে।
কোন কোন যুবা ক্রিকেটারদেরকে জাতীয় দলে দেখতে চান- এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি চাই সব ছেলেই একসময় জাতীয় দলে খেলুক। আমি চেয়ারম্যান হিসেবে কোনো নাম বলা উচিত না। তবুও বলব- তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, অধিনায়ক আকবর ও রকিবুল হাসান। আশা করি তারা খুব দ্রুত সিনিয়র দলের খেলোয়াড়দের সাথে খেলবে।