অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
সরকারী আজিজুল হক কলেজে ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের বিভিন্ন কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি অসংগতিপূর্ণ রুটিন তৈরী, পরীক্ষায় স্বল্প গ্যাপ এ অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষা দিলে ভালো ফলাফল করা সম্ভব নয়।
আজ রোববার সকাল ১১ টায় সরকারী আজিজুল হক কলেজে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
সরকারী আজিজুল হক কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম শাওন জানান , ২৭শে ফেব্রুয়ারি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শুরুর রুটিন দেয়া হয়েছে। চতুর্থ বর্ষের অনেক শিক্ষার্থী তৃতীয় বর্ষ মান্নোনয়ন পরীক্ষা দিবে। দুটি বর্ষের পরীক্ষার সময়সূচী প্রায় একই সময়ে হওয়ায় শিক্ষার্থীরা চরম সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন।
শিক্ষার্থীরা আরও জানান, সেশনজট কমানোর নামে তড়িঘড়ি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সমস্যায় ফেলা হচ্ছে। একই দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন চলছে তারা অবিলম্বে রুটিন পরিবর্তন করে চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর জোর দাবি করেন।