দুপচাঁচিয়ায় স্থানীয় সাংসদের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে দরিদ্র ও অসহায় মানুষদের কাছে নিজ উদ্যোগে ও অর্থায়নে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার।
এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, সাবান ইত্যাদি।
কোভিড-১৯ ইস্যুতে সারা বিশ্বের ন্যায় এই অঞ্চলের দিন মজুর ও খেটে খাওয়া মানুষেরাও কর্মহীন হয়ে পড়ে। তাই মানবিক ও দায়িত্বশীল অবস্থান থেকে স্থানীয় সংসদ সদস্য তাদের পাশে দাঁড়ান।
আজ টানা চতুর্থ দিন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে সরেজমিনে উপস্থিত হতে না পারলেও সার্বক্ষণিক ভাবে সকল কার্যাবলি পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করছেন তার সন্তান ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহঃ সভাপতি আলহাজ্ব মারুফ ইসলাম তালুকদার প্রিন্স।
পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্যও তিনি কাজ করছেন।