করোনা আপডেট

বগুড়ার ৪৮ ঘন্টায় ১৭ জনের পাঠানো নমুনায় ১২ জনের করোনা নেগেটিভ

গত ১২ এপ্রিলে বগুড়ায় করোনার উপসর্গযুক্ত ১৭ জনের থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাদের নমুনার ১২ জনের ফলাফল নেগেটিভ আসে। অর্থাৎ তাদের কারো শরীরেই কোভিড-১৯ করোনা ভাইরাস পাওয়া যায়নি।
বাকি ৫ জনের ফলাফল এখনো আসেনি।

আজকে নতুন করে ১০ জনের নমুনা রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে যার ফলাফল আগামীকাল পাওয়া যেতে পারে।

আজ ১৪ এপ্রিল রাত ৮ টায় এমন তথ্য জানান বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি আরো জানান, বগুড়া থেকে এখন পর্যন্ত ১৮৯ জনের নমুনা সংগ্রহের মোট ১১৫ টি নমুনার ফলাফল নেগেটিভ পাওয়া গিয়েছে অর্থাৎ তাদের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস নেই।

এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইশোলেশনে থাকা রংপুরের করোনা আক্রান্ত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে।

বগুড়ায় ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছে ৭ জন, বগুড়ায় মোট ১১২৯ জন হোম কোয়ারেন্টাইনের ৯৫২ জন সুস্থ হওয়ায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছে ১৭৭ জন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button