করোনা আপডেটবগুড়া সদর উপজেলা

বগুড়ায় দুপুরে সাবগ্রামের মারা যাওয়া ব্যক্তির করোনা নেগেটিভ

আজ বেলা ২ ঘটিকায় মারা যাওয়া চটপটি বিক্রেতা জাকিরুলের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস পাওয়া যায়নি। খবরটি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।

২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে থাকা সাবগ্রামের ব্যক্তির মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল। গত ১৭ এপ্রিল তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তার নমুনা রাজশাহী মেডিকেলে পাঠানো হয় গত ১৮ তারিখে।

মারা যাওয়া যুবকের নাম জাকিরুল ইসলাম, সাবগ্রামের আকাশতারা এলাকায় তার পরিবার নিয়ে থাকতেন, পরিবার সূত্রে জানা যায় সাতমাথায় তিনি একটি চটপটির ব্যবসায় জড়িত ছিলেন।

আজ ২১ এপ্রিল বগুড়ায় ৪১ টি নমুনা পরীক্ষা ফলাফল সিভিল সার্জন অফিসে পৌছেছে এর মধ্যে ৪০ টি ফলাফল নেগেটিভ ও ১ টি পজিটিভ।
করোনা পজিটিভ ব্যক্তিটি আদমদিঘী উপজেলার সান্তাহার সাহেবপাড়া গ্রামের।

এই বিভাগের অন্য খবর

Back to top button