করোনা আপডেট

বগুড়ায় পুলিশ, ব্যাংকার ও ডাক্তারসহ ৫ জন করোনা পজিটিভ

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের মধ্যে ৭ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।

বুধবার ১৩ই মে, ১৮৮ টি নমুনা পরীক্ষা বগুড়া জেলার ৯৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫ ব্যক্তির করোনা পজিটিভ এবং জয়পুরহাট জেলার ৮৯ টি ফলাফলে ২ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া গাইবান্ধা, নওগাঁ ও সিরাজগঞ্জের একটি করে নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে খবর টি আজ রাত ৯ টায় নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় আক্রান্ত ৫ জনের দুইজন পুলিশের এসআই, দুইজন ঢাকা ফেরত ব্যাংক কর্মকর্তা ও একজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার।

আক্রান্ত দুজন পুলিশ কর্মকর্তা কোর্টে দায়িত্বরত ছিলেন, তাদের বয়স যথাক্রমে ৪৫ ও ৫০। করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে থাকায় তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

আক্রান্ত অপর দুজন ব্যাংক কর্মকর্তার একজন কাহালু থানার বিষ্ণুপুর এলাকার, ৫০ বছরের এই ব্যক্তি আজকেই ঢাকার নারায়নগঞ্জ হতে বগুড়ায় আসেন। অন্য একজন ব্যাংক কর্মকর্তা সোনাতলা উপজেলার বাসিন্দা। ৩১ বছর বয়সী এই ব্যক্তিও আজকেই ঢাকা হতে বগুড়ায় আসেন বলে জানা গেছে।

অপর একজন করোনা পজিটিভ ব্যক্তি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ৪০ বছর বয়সী ইমারজেন্সি মেডিক্যাল অফিসার। তিনিও করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে থাকায় করোনা পজিটিভ বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত বগুড়ায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫৭ জনে দাঁড়ালো।
রংপুরের শাহ আলম সহ মোট ৯ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া বর্তমানে বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৪৮ জন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button