করোনা আপডেট

গত ২৪ ঘন্টায় বগুড়ায় দুজন নারী করোনা পজিটিভ

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের মধ্যে ২ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।

বৃহস্পতিবার ১৪ই মে, ১৮৮ টি নমুনা পরীক্ষা বগুড়া জেলার ১৭৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২ জন ব্যক্তির করোনা পজিটিভ এবং জয়পুরহাট জেলার ১১ টি ফলাফলে সবগুলো ফলাফল নেগেটিভ এসেছে বলে খবর টি আজ রাত ৯ টায় নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় আক্রান্ত ২ জনই ৫০ বছরের নারী। তাদের বাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব এলাকায়। উল্লেখ্য, গত ১০ মে শিবগঞ্জে পিরব এলাকার বোরহান উদ্দিনের করোনা পজিটিভ হলে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। আজ আক্রান্ত ২জন নারীর মধ্যে একজন বোরহান উদ্দিনের মা এবং অন্যজন প্রতিবেশী। নারায়ণগঞ্জ ফেরত বোরহান উদ্দিন করোনা পজিটিভ হলে তার সংস্পর্শে যাওয়ার ফলে তার সংক্রমিত হয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

তিনি আরো জানান, এপর্যন্ত বগুড়ায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫৯ জনে দাঁড়ালো।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে সারিয়াকান্দি উপজেলার ২০ বছরের সুমি নামে একজন করোনা জয় করে বাড়ি ফিরে যান। এ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে মোট ১০ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বর্তমানে বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৪৯ জন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button